প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই এর ২২৭ ব্যবসায়ী


ই-র্বাতা প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | সন্ধ্যা ০৬:০৯ বাণিজ্য

ই-বার্তা প্রতিবেদক।। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২২৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ভারত যাচ্ছেন।
ভারত সফরকালে ‘বাংলাদেশের সাথে বাণিজ্য’ শীর্ষক সেমিনারে অংশ নেবেএফবিসিসিআই এর ব্যবসায়ী প্রতিনিধি দল । এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য ইন্টারঅ্যাকটিভ বিজনেস সেশনে অংশ নেবে বলে জানিয়েছে এফবিসিসিআই।
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহম্মদ ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিষয়ে বলেন, বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি),পাওয়ার সেক্টর, টেক্সটাইল, ও পাটজাত পণ্য, চামড়া, ট্যুরিজম,ট্রান্সমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এছাড়া এফবিসিসিআই প্রতিনিধিদলের মধ্যে খাতভিত্তিক ও বিভিন্ন চেম্বার বিভিন্ন অ্যাসোসিয়েশনের ১৮১ জন প্রতিনিধি রয়েছেন।
চার দিনের সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ১০ এপ্রিল ঢাকায় ফিরবে।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ