হাজারিবাগের ট্যানারিতে চলছে সংযোগ বিচ্ছিন্ন অভিযান
ই-র্বাতা
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৭, শনিবার
| দুপুর ০১:০১
বাণিজ্য
ই-বার্তা প্রতিবেদক।। রাজধানীর হাজারীবাগের সব ট্যানারিতে উচ্চ আদালতের নির্দেশে (কারখানা) বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। পরিবেশ অধিদপ্তরের ৫ জন ম্যাজিস্ট্রেট অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
হাজারীবাগে থাকা ট্যানারিগুলো বন্ধ করে সেখানকার গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সেবা সংযোগ ৬ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্ন করতে পরিবেশ অধিদফতরকে এক মাস আগে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
আদালতের বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে বৃহস্পতিবার ৬ এপ্রিল। ১০ এপ্রিলের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে আদালতে এই অভিযানের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়।
শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে পরিবেশ অধিদফতর কর্তৃপক্ষ সব ইউটিলিটি সেবা বন্ধ করে দেওয়ার কাজ শুরু করে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল ইসলাস মণ্ডল বলেন, রোববার বেলা ২টা পযর্ন্ত ইউটিলিট সেবা বন্ধ করার কাজ চলবে।
পরবর্তী খবর নতুন পদ্ধতিতে গম চাষে সাফল্য