২০০ আইএস জঙ্গি নিহত
ই-বার্তা
প্রকাশিত: ২১শে আগস্ট ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:৩৫
মধ্যপ্রাচ্য
ই-বার্তা।। সিরিয়ার ইসলামিক স্টেটের শক্ত ঘাটি দেইর আল-জোর প্রদেশে রাশিয়ার বিমান হামলায় ২০০’র বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার এক বিবৃতিতে এ দাবি করে।
রাশিয়ার বিমান হামলায় আইএসের অন্তত ২০টি ভারী অস্ত্রসজ্জিত গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যানও ধ্বংস হয়। দেইর আল-জোরে আইএসের অনেক বেশি তৎপরতা রয়েছে এবং সেখানে সিরিয়া ও রাশিয়ার বাহিনী প্রায়ই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
রুশ মন্ত্রণালয় বলছে, দেইর আল-জোর প্রদেশে বিভিন্ন দেশ থেকে আসা সন্ত্রাসীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে সেখানে সন্ত্রাসীদের পতন হলে তা হবে তাদের জন্য কৌশলগত পড় পরাজয়।