সিরিয়ায় ইরানের প্রভাব বৃদ্ধি ইসরায়েলের জন্য হুমকি: পুতিনের কাছে নেতানিয়াহু
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:২২
মধ্যপ্রাচ্য
ই-বার্তা।। সিরিয়ায় ইরানের ক্রমাগত প্রভাব বৃদ্ধি ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠেছে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্যও হুমকি বলে মনে করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহানু। রাশিয়ার সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই আশঙ্কার কথা জানান তিনি।
সোচির কৃষ্ণ সাগরের তীরবর্তী একটি রিসোর্টে বৈঠকে নেতানিয়াহু পুতিনকে বলেন, মি. প্রেসিডেন্ট, যৌথ প্রচেষ্টায় আমরা ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করছি এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু খারাপ বিষয় হলো যেখানে পরাজিত আইএস অদৃশ্য হচ্ছে সেখানেই ইরান প্রবেশ করছে।
নেতানিয়াহু আরও বলেন, আমরা এক মুহূর্তও ভুলে থাকতে পারি না যেভাবে ইসরায়েলকে ধ্বংস করতে ইরান প্রতিদিন হুমকি দিচ্ছে।
পুতিনকে নেতানিয়াহু আরও জানান, ইরাক, ইয়েমেন ও লেবাননের বড় অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে ইরান অনেক এগিয়ে গেছে।
বৈঠকের যে অংশতে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল তাতে সিরিয়ার ইরানের ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের কোনও জবাব দেননি পুতিন।
২০১৫ সালে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ায় অভিযান চালায় রাশিয়া। আইএসবিরোধী লড়াইয়ে অংশ নেয় রুশ সেনারা। ইসরায়েলের চিরশত্রু ইরান ও লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীকে সিরিয়ায় আসাদের সমর্থনে অভিযানগুলো চালাচ্ছে রাশিয়া।
গত কয়েক মাসে সিরিয়ায় রাশিয়ার উদ্যোগে কয়েকটি এলাকায় অস্ত্রচুক্তি বাস্তবায়িত হচ্ছে। ইসরায়েলের আশঙ্কা এসব এলাকায় ইরানের সেনা ও হেজবুল্লাহ’র সদস্যদের মোতায়েন করা হতে পারে।
আগের খবর ২০০ আইএস জঙ্গি নিহত
পরবর্তী খবর ক্যামেরুনে জঙ্গি হামলায় নিহত ১১