স্যামসাংয়ের সবচেয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ও নিরাপদ ফোন গ্যালাক্সি নোট এইট
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার
| সন্ধ্যা ০৬:০২
স্মার্টফোন
ই-বার্তা ।। স্যামসাংয়ের কাঙ্ক্ষিত ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট এইট উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার জমকালো ইভেন্টের মাধ্যমে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান থেকে এর প্রি অর্ডার নেয়া শুরু হয়। সামনের মাসের মাঝামাঝি ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
প্রযুক্তিগত ক্রুটির কারণে নোট সেভেনের একের পর এক বিস্ফোরণের ঘটনায়, প্রতিষ্ঠানটি এই সিরিজের ফোন আর কোন ফোন আনবে না বলে ঘোষণা দিলেও পরবর্তীতে তারা নোট এইট তৈরির কথা জানায়।
এটি স্যামসাংয়ের এযাবত কালের সবচেয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ও নিরাপদ ফোন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনহান্সড এস পেন, ডুয়াল রিয়ার ক্যামেরা, ৪জিবি র্যাম।
রয়েছে বিক্সবি ভার্চ্যুয়াল সহকারি, যা অ্যাপেলের সিরি বা মাইক্রোসফটের কর্টানার চেয়েও উন্নত হবে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে আনলক নোট এইটের দাম ধরা হয়েছে ৯৬০ ডলার অন্যদিকে যুক্তরাজ্যে দাম ধরা হয়েছে ৮৭০ পাউন্ড।
আগের খবর আসছে নোকিয়া ৮