ক্যাসপারকে মনে পড়ে


ই-বার্তা প্রকাশিত: ৩১শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ১২:৩৬

মুহাম্মদ সাদমান ক্যাসপার । ছেলেটার বয়স চার।আমাদের ট্রেকার/টুরিস্ট/ট্র্যাভেলার কমিউনিটির খুবই পরিচিত মুখ অপু ভাইর ছেলে।অপু ভাই সেই লোক যার পকেটে এক হাজার টাকা এক্সটা থাকলেই উনি বের হয়ে যেতেন ঘুরতে । ক্যাসপারের যখন জন্ম হয়, মা ছিলেন অসুস্থ। ক্যাসপার বেড়ে উঠেছে তার বাবার কোলে। ক্যাসপারের বাবা, অপু, একজন ট্রেকার। রোপ নিসো? মগ? কবে আসবা? ক্যাসপারের আধো আধো বোল শুরু হয়েছে এসব কথা দিয়ে,হতেই হবে। ক্যাসপার তো তার বাবার কইলজা!

ক্যাসপার মা বাবার সঙ্গে চট্টগ্রামে থাকে। ক্যাসপার বড় হলে বাবার মতো ট্রেকার হবে। বিয়ার গ্রেইলের মতোও হতে পারে, ওই শো টার সবগুলো পর্ব ক্যাসপারের মুখস্ত।তাই সে


নিজের কাজ এখন থেকেই নিজে করে। ভাত খাওয়া, খেলা শেষে নিজের খেলনা গুছিয়ে রাখা, টয়লেট শেষে নিজে নিজেই পানি ঢেলে দেয়া। অজানা অসুখে গত এক মাস ধরে ভুগছিল ক্যাসপার।ফুটফুটে শিশুটির আরোগ্য কামনায় গত বছের কয়েক দিন ফেসবুকসহ অন্য সামাজিক মাধ্যমে দেশবাসী ছিল কায়মনে একাগ্র। ওর জন্য সমবেদনা, প্রার্থনা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পরিচিত-অপরিচিত সবাই। কিন্তু সবার ভালবাসাকে ছিন্ন করে শিশু ক্যাসপার পাড়ি জমিয়েছিলো অজানার পথে।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু সাদমান ক্যাসপার। আমাদের ছোট্ট বাবুটা আপনাদের দোয়া প্রত্যাশী

কার্টেসি ঃ আরিফুর রহমান উজ্জ্বল

সর্বশেষ সংবাদ

১ এর আরও সংবাদ