বৃষ্টির দিনে হাতব্যাগের যত্ন


ই-বার্তা প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:১৮ লাইফ

ই-বার্তা ।। ভাবুন তো আপনি আর আপনার খুব শখের হাত ব্যাগটি আচমকা আসা ঝুম বৃষ্টিতে পুরো কাকভেজা হয়ে গেলেন। আর ফলাফল স্বরূপ ব্যাগটি নষ্ট হয়ে গেল। হাতে হাতব্যাগ থাকবে প্রয়োজনের জন্যই। তবে বৃষ্টি–বাদলার এই সময়ে হাতব্যাগের যত্নের
ব্যাপারে বিশেষ মনোযোগ চাই। নয়তো শখের হাতব্যাগটা এই ভিজে গেল বলে! সাধারণত বৃষ্টির পানি হাতব্যাগের জন্য প্রধান সমস্যা। তার ওপর পানি ঠিকমতো শুকানো হয় না। এতে ব্যাগের বাইরের আবরণটি সহজেই নষ্ট হয়ে যায়।
চলুন দেখে আসি এমনই কিছু টিপস যা আপনার হাত ব্যাগকে রাখবে সুরক্ষিত।

১. এ সময়ে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার না করাই ভালো। কেননা অনেক সময় বৃষ্টির পানি পড়ে ব্যাগে ছত্রাক সংক্রমিত হতে পারে। তাই ব্যাগ ভিজে গেলে ভালোমতো শুকিয়ে নিতে হবে। চাইলে হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা স্থান শুকিয়ে নিতে পারেন।

২. কাপড় কিংবা চামড়ার ব্যাগ ব্যবহার যদি করতেই হয়, তবে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখতে পারেন। বাজারে বিভিন্ন রঙের ব্যাগ–কাভার পাওয়া যায়। ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে কিনতে পারেন এই ব্যাগ-কভার।

৩. অনেক সময় ব্যাগ ভিজে দুর্গন্ধ হয়ে যায়। এ জন্যই ব্যাগ শুকিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই।

৪. হাতব্যাগ আলমারিতে তুলে রাখার সময় পাতলা সুতি কাপড় কিংবা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখতে পারেন। এতে ব্যাগের ফেব্রিক এবং ওপরে বসানো পুঁতি, পাথরের কোনো ক্ষতি হবে না।

৫. বাইরে থেকে এসেই ব্যাগ শুকনো কাপড় দিয়ে ধুলো ঝেড়ে রাখুন।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ