রূপ চর্চায় নারিকেল তেল
ই-বার্তা
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| দুপুর ১২:৪০
লাইফ
ই-বার্তা ।। রুপ চর্চায় যুগ যুগ ধরে চলে আসছে নারিকেল। নারিকেল তেল চুল কিংবা ত্বক এর জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত নারিকেল তেল ব্যবহার ত্বকে এলে দেবে এক অসাধারন গ্লো। চলুন দেখে আসি কেন আপনার রুপচর্চায় রাখবেন নারিকেল তেল।
১। নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করুন। নারকেল তেল মেকআপ তোলার সঙ্গেই ত্বক ভাল রাখবে।
২। শুধু মুখ নয়, মাথা ও গোটা শরীর মাসাজ করার জন্য দারুণ উপকারী নারকেল তেল। ত্বক যেমন উজ্জ্বল হয়, তেমনই রিল্যাক্স করতেও সাহায্য করে নারকেল তেল।
৩। মধু ও নারকেল তেল সম পরিমাণে মিশিয়ে নিন। ব্রনের সমস্যা মেটাতে এই ফেস প্যাক অনবদ্য।
৪। বাবল বাথ বা সল্ট বাথের বদলে হালকা গরম পানির মধ্যে নারকেল তেল দিয়ে গোসল করুন। গরমে নারকেল তেল গলে গিয়ে ত্বকে আর্দ্রতা আনবে।
৫। ছোটখাট কাটা-ছেঁড়ায় ওষুধ হিসেবে লাগাতে পারেন নারকেল তেল। এতে জ্বালা যেমন কমে, তেমনই নারকেল তেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ক্ষত জলদি সারাতেও সাহায্য করে।
আগের খবর জিভকে বলুন না !
পরবর্তী খবর নিজেই সাজি !