যে কয়টি ম্যাচই খেলি অবদান রাখার সুযোগ আছে : মুশফিক
ই-বার্তা
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০১৭, রবিবার
| রাত ০৯:০১
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক ।। ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলবেন মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহিম।তারা এবার লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে লড়বেন।
গতবার মোহামেডানের হয়ে খেলেছেন মুশফিক। আর মাশরাফি ছিলেন রূপগঞ্জেই। মুশফিক জানান,নতুন দলের হয়ে ভালো পারফর্ম করার চেষ্টা করবেন। তিনি বলেন, চেষ্টা করব পেশাদারিত্ব বজায় রাখতে। এবার জাতীয় দলে আয়ারল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় খুব বেশি ম্যাচ খেলতে পারবেননা মাশরাফি-মুশফিকরা। আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডে ক্যাম্পের জন্য উড়াল দেবে টাইগাররা।তবে এ নিয়ে ভাবছেননা মুশফিক। যে কয়টি ম্যাচ খেলবেন তাতে ভালো খেলতে চান। তিনি বলেন যে কয়টি ম্যাচই খেলি, আমাদের অবদান রাখার অনেক সুযোগ আছে।
আগের খবর আইপিএলে বেঙ্গালুরুর প্রথম জয়
পরবর্তী খবর আইপিএল খেলতে কাল ভারতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান