আইপিএল খেলতে কাল ভারতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান
ই-বার্তা
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:২৮
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক।। গতবার সানরাইজার্সের হয়ে আইপিএল জিতেছিলেন মোস্তাফিজ। ওই আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন। তাঁর বোলিং জন্ম দিয়েছিল আলোচনার। এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে কাল ভারতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান।
আইপিএল খেলতে ভারত যাওয়া নিয়ে মোস্তাফিজ বললেন, ‘যাওয়ার তো কথা ছিল আজই। সাপ্তাহিক ছুটি থাকায় ভিসা পেতে এক দিন দেরি হয়েছে। সব ঠিক থাকলে কাল বিকেলে রওনা দেব।’ ভারতে পা রেখেই ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মোস্তাফিজ। ১২ এপ্রিল হায়দরাবাদের ম্যাচটা খেলার কথা তাঁর। তবে এবার আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে তিনি নিজেও দ্বিধায়, ‘এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি।