মিশরে একাধিক বোমা হামলায় নিহত ২৭
ই-র্বাতা
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০১৭, সোমবার
| বিকাল ০৩:২৩
মধ্যপ্রাচ্য
ই-বার্তা প্রতিবেদক।। মিশরের উত্তরাঞ্চলের একটি গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।
স্থানীয় গণমাধ্যমের সূত্রে আল-জাজিরা জানিয়েছে, মিশরের নাইল ডেল্টা অঞ্চলের টান্টা শহরে অবস্থিত সেইন্ট জর্জ কপটিক চার্চে ‘পাম সানডে’ বা জেরুজালেমে যিশু খ্রিস্টের আগমনের স্মরণে একটি ভোজ অনুষ্ঠান চলছিল। ওই ভোজসভা চলার সময় সেখানে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি বোমা হামলা। স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে গির্জাটির সামনে বহু মানুষজনকে ভীড় করতে দেখা যায়।
মিশরের একটি গীর্জায় বিষ্ফোরণের কয়েক ঘন্টা পরেই মিশরের উত্তর পােশে আবার আরো একটি গীর্জায় বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, আলেকজান্দ্রিয়ায় সেন্ট মার্ক কপটিক চার্চের সামনে বিষ্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কিছু মানুষ।