ইরাকে নিরাপত্তা বাহিনীর হাতে ৩০ সন্ত্রাসী নিহত


ই-র্বাতা প্রকাশিত: ১০ই এপ্রিল ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৪১ মধ্যপ্রাচ্য

ই-বার্তা প্রতিবেদক।। পশ্চিমাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার অংশ হিসেবে চালানো অভিযানে ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে
সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অন্তত ৩০ বোমা হামলাকারী নিহত হয়েছে।

ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বিভাগ বা সিটিএস বাহিনী মসুলের সুখ আল-মাশের একটি ভবনে অভিযান চালালে এ সব বোমা হামলাকারী নিহত হয়।
ভবনটি ওই এলাকার দায়েশের সদর দফতর হিসেবে ব্যবহার হতো।

মসুলের পুরানো নগরীতে গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী । তারা প্রচণ্ড বাধার মুখে পড়েছে এবং অগ্রাভিযান তুলনামূলক ভাবে ধীরে চলছে বলে জানানো হয়েছে। বর্তমানে নগরীর প্যাঁচালো রাস্তা ধরে আন নুরি মসজিদের দিকে তাদের এগিয়ে যেতে হচ্ছে। দায়শের কথিত খলিফা আবু বকর আল-বাগদাদী ২০১৪ সালে এখান থেকেই তার নেতৃত্ব ঘোষণা করেছিলেন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ