পেস্তা বাদামে নেই কোন বাঁধা
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার
| বিকাল ০৪:১২
লাইফ
ই-বার্তা ।।
বাদাম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াটা কষ্টকর। বিভিন্ন জাতের বাদামের মধ্যে পেস্তা বাদাম বেশ জনপ্রিয়। কিন্তু এই বাদাম খাওয়া নিয়েও রয়েছে কিছু বাঁধা নিষেধ। অনেকেই ভাবেন পেস্তা খেলে মোটা হয়, পেট খারাপ হয়। আবার খোসা ছাড়ানোর ঝক্কিও নিতে চান না কেউ কেউ।
অথচ পেস্তা যে ওজন কমাতে সাহায্য করে তাই নয়, পেস্তার রয়েছে অন্যান্য পুষ্টিগুণও। যে কারণে ডায়েটে পেস্তা রাখতে বলে থাকেন নিউট্রিশনিস্টরা। জেনে নিন পেস্তার কিছু স্বাস্থ্যগুণ।
১। পুষ্টিগুণ : ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন বি৬ ও পটাশিয়াম থাকার কারণে পেস্তা পুষ্টিগুণে ভরপুর এক খাবার।
২। রক্তনালী : পেস্তা রক্তনালীর এন্ডোথেলিয়ামের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এই এন্ডোথেলিয়াম ভ্যাসোডাইলেশন অর্থাত্ রক্তনালীর সংকোচন, প্রসারণের জন্য দায়ী।
৩। পেট: পেস্তা খাদ্যনালীতে উপকারি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। ফলে পেট পরিষ্কার থাকে।
৪। ওজন: এনার্জি জোগানোর পাশাপাশি যে কোনও বাদাম ওজন বশে রাখতেও সাহায্য করে। পেস্তারও রয়েছে এই গুণ।
৫। ওজন: এনার্জি জোগানোর পাশাপাশি যে কোনও বাদাম ওজন বশে রাখতেও সাহায্য করে। পেস্তারও রয়েছে এই গুণ।
আগের খবর শরীর সুস্থ রাখতে মেনে চলুন দশ নিয়ম
পরবর্তী খবর স্বাস্থ্যকর প্রসেসড ফুড !