আইফোন এক্স এর দাম কত ?
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:০৯
স্মার্টফোন
ই-বার্তা ।। অ্যাপলের সর্বাধুনিক ও সর্বোচ্চ মূল্যের স্মার্টফোন আইফোন এক্স (iPhone X) ! আইফোন জন্মের ১০ বছর পূর্তি উপলক্ষে বাজারে আসা নতুন ফোনটির সংস্করণ মূলত ‘আইফোন ১০’।
একই সাথে প্রকাশ করা হয় ‘আইফোন ৮’ ও আইফোন ৮ প্লাস’ এবং উন্নতমানের নতুন অ্যাপল ঘড়ি ও টিভি। যাত্রা শুরুর পর এবার আইফোন সবচেয়ে দুঃসাহসিক পরিবর্তনটি এনেছে।
আইফোন এক্স ফিচার
নতুন আইফোন এক্স থেকে হোম বাটন বাদ দেওয়া হয়েছে। আইফোন এক্স আনলক করার জন্য বাটনে চাপ দিতে হবেনা। এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট অপশনও নেই। আইফোন এক্সে ব্যবহার করা হয়েছে চেহারা সনাক্তকরণ সফটওয়ার ‘ফেস আইডি’ ! যা ফোনের দিকে তাকালেই ব্যবহারকারীর চেহারা সনাক্ত করে নিতে পারবে। অন্ধকারেও এটা কাজ করবে। মুখোশ কিংবা ছবি ব্যবহার করে এই ‘ফেসআইডি প্রটেকশন’ -কে ফাঁকি দেয়া যাবে না !
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ‘সিরি’ ব্যবহারের জন্য হোম বাটন নয়, ব্যবহার করতে হবে সাইড বাটন।
থাকছে তারহীন চার্জ দেয়ার সুবিধা। যার মাধ্যমে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ দেয়া যাবে।
ফোনের পুরো প্রান্তজুড়েই থাকছে ডিসপ্লে। যাতে ব্যবহার করা হয়েছে ওলেড প্রযুক্তি।
থাকছে সর্বোচ্চ পরিমাণে পিক্সেলের ঘনত্ব। থাকছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেই সঙ্গে রয়েছে বাস্তবের মতোই ছবি দেখার ‘অগমেন্টেড রিয়ালেটি’ সুবিধা।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ছয় কোরের এ১১ বায়োনিক চিপস, যা আগের এ১০ চিপের চেয়ে ৭০ শতাংশ দ্রুত কাজ করতে সক্ষম। সেই সঙ্গে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা প্রচলিত ‘আইফোন ৭’ এর ব্যাটারির চেয়ে দুই ঘণ্টা বেশি সেবা দিতে পারবে।
আইফোন এক্স এর দাম
আইফোন এক্স পাওয়া যাবে দুটি সংস্করণে। ৬৪ জিবি মেমোরির ফোনের দাম পড়বে ৯৯৯ মার্কিন ডলার। আর ২৫৬ জিবির দাম হবে ১১৪৯ ডলার। ফোন কেনার জন্য ইউএস/ইউকে’তে প্রি-অর্ডার নেয়া হবে ২৭ অক্টোবর ২০১৭ থেকে। তবে আরব আমিরাত সহ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। আর এর সরবরাহ দেয়া শুরু হবে ৩ নভেম্বর ২০১৭ এর মধ্যে।
আগের খবর উন্মোচিত হলো আইফোন ৮ ও আইফোন এক্স
পরবর্তী খবর সিম এর পরে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইলও