এক গ্লাস দুধই হতে পারে স্বস্তির কারন
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:৩০
লাইফ
ই-বার্তা ।। বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে আমরা শারীরিক অস্বস্তির শিকার হই। এসব সমস্যার সমাধান হতে পারে এক গ্লাস দুধ। প্রতি দিন এমন অনেক সমস্যায় আমরা ভুগি মাত্র এক গ্লাস দুধ খেয়েই যেগুলো সমাধান করতে পারি। জেনে নিন এমনই কিছু সমস্যা।
১। দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে পোকা, হলুদ ছোপ পড়ার মতো দাঁতের যে কোনও সমস্যায় রোজ দুধ খেলে এক-দু’দিনের মধ্যেই উপকার পাবেন। দুধে থাকা ক্যালসিয়াম দাঁতের স্বাস্থ্য যেমন ভাল রাখে, তেমনই দুধ স্যালাইভা উত্পাদনে সাহায্য করে।
২। যদি ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন, তাড়াতাড়ি ওজন কমাতে চান স্বাস্থ্যসম্মত উপায়, তা হলে প্রতি দিনের ডায়েটে দুধ রাখুন।
৩। যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভোগেন ও ডেয়ারি প্রডাক্টে অ্যালার্জি না থাকে তা হলে রাতে ঘুমনোর আগে এক গ্লাস গরম দুধ খান।
৪। যদি অতিরিক্ত স্ট্রেসে ভোগেন তা হলে রাতে ঘুমনোর আগে হালকা গরম দুধ খান। দুধে থাকা এসেনশিয়াল ভিটামিন ও মিনারেল ফিটনেস বাড়ায়, স্ট্রেস দূরে রাখতে সাহায্য করে।
৫। দুধ শরীর রি-হাইড্রেট করতে সাহায্য করে। যদি ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন তা হলে এক গ্লাস দুধ খেয়ে নিন। অনেকটা সুস্থ বোধ করবেন।
আগের খবর গর্ভাবস্থায় ব্যায়াম
পরবর্তী খবর হলুদের যত গুন