মেক্সিকোর কারাগারে সহিংসতা, নিহত ১৩


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:৪৮ ইউরোপ

ই-বার্তা।।মেক্সিকোর উত্তরাঞ্চলে নুয়েভো লিওন রাজ্যে একটি কারাগারে সহিংসতায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় পর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

কাদেরিতা কারগারে হঠাৎ করেই দাঙ্গা শুরু হয়। নুয়েভে লিওনের মুখপাত্র আলদো ফ্যাসকি বলেন, হঠাৎ করেই দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একজন বন্দি মারা যায় এবং কয়েকজন নিরাপত্তা রক্ষীকে জিম্মি করা হয়।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ পাঠানো হয়। ওই সহিংসতায় প্রায় ২৫০ জন বন্দি জড়িত ছিলো। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে নিরাপত্তা বাহিনী পরিস্থিনি নিয়ন্ত্রণে আনে। ফ্যঅসকি বলেন, আমরা তখন সিদ্ধান্ত না নিলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ