ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ৬৯ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন
ই-বার্তা
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৭:০০
ইউরোপ
ই-বার্তা ।। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ৬৯ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন।
৪০ বছর বয়সী স্ত্রী জেনি হাওকিও জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই তাদের পরিবারে নতুন অতিথি আসতে যাচ্ছে।
একটি সন্তানের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। বিগত বছরগুলোতে আমাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। সোমবার এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্টের স্ত্রী।
এতে আরও বলা হয়, গর্ভধারণের শুরুর দিনগুলোতে স্পর্শকাতর অনেক বিষয় ছিল। তবে সেসব অতিক্রম করে আমরা এখন সুখবরটি শেয়ার করতে পারি।
২০০৯ সালে সাউলি নিনিস্তো ও জেনি হাওকিও সংসার শুরু করেন। নিনিস্তোর এটি তৃতীয় সন্তান হলেও হাওকিওর প্রথম সন্তান।