বিশ্বের প্রথম স্মার্ট ফোন


ই-বার্তা প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:২৮ স্মার্টফোন

ই-বার্তা।। বর্তমানে স্মার্ট ফোন ছাড়া আমাদের চলাই যেন ভার। একবিংশ শতাব্দীর শুরু থেকেই স্মার্ট ফোনে দাপট চোখে পরার মত। স্মার্ট ফোন বাজারে আসার পর থেকে অ্যানালগ ফোনের ব্যবহার দ্রুত গতিতে কমতে থাকে।

১৯৯৪ সালের ১৬ আগস্ট বিশ্বের প্রথম স্মার্ট ফোনটি তৈরি হয়। প্রযুক্তিপণ্য নির্মাতা আইবিএম এর তৈরি এই ফোনটির নাম ছিল সিমন। এর কোন কি বোর্ড ছিল না। পুরোপুরি টাচ স্কিন এবং টাচ পেনের মাধ্যমে এটি ব্যবহার করা হত।

ফোনটির ওজন ছিল ৫১০ গ্রাম। এর দৈর্ঘ্য ছিল ৮ ইঞ্চি, প্রস্থ ২.৫ ইঞ্চি আর এর পুরুত্ব ছিল ১.৫ ইঞ্চি। মেমোরি ধারণ ক্ষমতা ছিল ১ মেগাবাইট। তখন ফোনটির দাম ধরা হয়েছিল ৮৯৯ ডলার।

সিমন ফোনটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যেতো। সে সময় যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্যের টেলি নেটওয়ার্কের আওতায় তা ব্যবহার করা যেতো। ২০ বছর আগের সিমন স্মার্টফোনটি বর্তমানে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ