পুতিনকে কুকুর ছানা উপহার তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৫:০৫
ইউরোপ
ই-বার্তা ।। বছরখানেক ধরে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক চলছে। তুর্কমেনিস্তান চায় রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটি বাণিজ্যের জন্য ক্রেমলিনের ওপর অনেক বেশি নির্ভরশীল। এ জন্য রাশিয়া সফর করছেন প্রেসিডেন্ট গুরবানগালি বেরদিমোহাম্মাদভ।
রাশিয়া একসময় তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল। কিন্তু গত বছর দাম নিয়ে দরকষাকষিকে কেন্দ্র করে উভয় দেশের সম্পর্কের অবনতি হয়।
বর্তমানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তুর্কমেনিস্তান। কিন্তু প্রেসিডেন্ট পুতিনকে কীভাবে পটানো যায়!
সূচিতে গত বুধবার বৈঠক শেষে একসঙ্গে বসেছিলেন দুই নেতা। সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন উভয়ে।
এমন সময় ‘আমাদের উভয়ের একজন পারস্পরিক বন্ধু রয়েছে!’ বলেই পুতিনের দিকে অগ্রসর হলেন গুরবানগালি। সুন্দর একটি কুকুরছানা তুলে দিলেন তার কোলে।
বললেন, ‘এটি সারা বিশ্বের মধ্যে অদ্বিতীয় হিসেবে গণ্য আলাবাই কুকুর।’
পুতিন খুশি হয়ে গেলেন। কুকুরছানাটিকে জড়িয়ে ধরলেন বুকে। একটি চুমুও দিলেন। তারপর উভয় নেতা শুরু করেন আলাপ।
পরবর্তী খবর কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৪