কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৪


ই-বার্তা প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:১০ ইউরোপ

ই-বার্তা ।। একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে আইভরি কোস্টে ৪ জন নিহত হয়েছে।

আবিদজান বিমানবন্দর থেকে শনিবার উড্ডয়নের পর ভারী বর্ষণের কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকায় গিয়ে পড়ে। রাশিয়ান জেট বিমানটিতে করে ফ্রান্স সেনাবাহিনীর সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়।

অগ্নিনির্বাপক বাহিনী এবং ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ২ টি মৃতদেহ ধংসস্তুপের মধ্যে দেখার কথা জানায় প্রত্যক্ষদর্শীরা। বৈরি আবহাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ