সপ্তাহজুড়ে দাবানলে পর্তুগালে নিহত ২৭


ই-বার্তা প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৩০ ইউরোপ

ই-বার্তা ।। ইউরোপের দেশ পর্তুগালে সপ্তাহজুড়ে দাবানলে পুড়তে থাকায় প্রাণহানি বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। দেশটির বেসামরিক নিরাপত্তা ব্যবস্থা এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ারকর্মীরা ১৪৫টি এলাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন, যার মধ্যে ৩২টি ভয়াবহ। কয়েমব্রা, ক্যাস্টিলো ব্রানকো, ভিসিউ এবং গুয়ার্দা জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

এর আগে প্রাথমিক ছয়জনের প্রাণহানির খবর জানালেও দ্রুতই তা ২৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী একজন গর্ভবতী রয়েছেন। দাবানল থেকে বাঁচতে অন্যত্র সরে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

টানা শুষ্ক মৌসুমের পর পর্তুগালের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার কর্মী কাজ করছেন। যার প্রভাব পড়েছে পাশ্ববর্তী স্পেনে। সেখানেও অন্তত তিনজনের প্রাণহানির খবর মিলেছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ