হারিকেন ‘আফিলিয়া’ যুক্তরাজ্য উপকূলে তাণ্ডব চালাতে যাচ্ছে


ই-বার্তা প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৪:৫৯ ইউরোপ

ই-বার্তা ।। হারিকেন ‘অফিলিয়া’ ঘণ্টায় ৮০ মাইল বেগে যুক্তরাজ্য উপকূলে আঘাত হানতে যাচ্ছে। সোমবার (১৬ অক্টোবর) দিনের শেষ ভাগে ‘প্রাণঘাতী’ সামুদ্রিক ঝড়টি যুক্তরাজ্য উপকূল অতিক্রম করে আয়ারল্যান্ড উপকূলেও তাণ্ডব চালাবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ক্যাটাগরি-৩ এ রূপ নেওয়া হারিকেনটি গতিপথে যুক্তরাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলীয় এলাকা, স্কটল্যান্ডের দক্ষিণ এবং আয়ারল্যান্ডের উত্তরে ক্ষয়ক্ষতি ঘটাবে। এরপরই এটি দুর্বল হয়ে পড়বে।

এতে উড়ে আসা খড়কুটোতে ‘প্রাণহানি’র আশঙ্কায় লোকজনকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাত ও উঁচু ঢেউয়ে বন্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হতে পারে অনেক এলাকা। বিচ্ছিন্ন থাকতে পারে মোবাইল নেটওয়ার্কসহ প্রয়োজনীয় আরো সেবা।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ