বিশ্বের প্রথম গাড়ি
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৬:৪৬
বিদেশ
ই-বার্তা।। গাড়ি আমাদের অনেকেরই ভিশন পছন্দ। বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি হরহামেশাই আমাদের চোখে পরে। আমরা কেউ কি জানি বিশ্বের প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির নাম কি? চলুন তো জেনে নেয়া যাক বিশ্বের প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির নাম।
ফ্রান্সের প্যানহার্ড অ্যান্ড লেভাসর বিশ্বে প্রথম বারের মতো বাণিজ্যিক ভিত্তিতে গাড়ি নির্মাণ করে। ফরাসি ব্যবসায়ী রেনি প্যানহার্ড ও এমিলি লেভাসরের যৌথ উদ্যোগে ১৮৮৭ সালে এ কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। ডেইমলাম ইঞ্জিন ব্যবহার করে এ কোম্পানিটি ১৮৯১ সালে তাদের প্রথম বাণিজ্যিক গাড়ি নির্মাণকাজ শেষ করে।
প্যানহার্ড লেভাসর কোম্পানিটিই প্রথমবারের মতো মোটর গাড়িতে ক্লাচ প্যাডেল ও গিয়ারবক্স যুক্ত করে। এরপর আস্তে আস্তে সেই গাড়িতে আরও অনেক পার্টস যুক্ত করা হয়।
পরবর্তী খবর পৃথিবীর প্রথম ক্যামেরা