ওফেলিয়ার আঘাতে লণ্ডভণ্ড আয়ারল্যান্ড


ই-বার্তা প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৪৪ ইউরোপ

ই-বার্তা ।। আয়ারল্যান্ড উপকূল ঘূর্ণিঝড় ওফেলিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। সেখানে এ নিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘণ্টায় ১৭৬ কিলোমিটার বেগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আয়ারল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ওফেলিয়া। তীব্র বাতাসে গাড়ির ওপর গাছ উপড়ে এক পঞ্চাশোর্ধ নারী ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে গাছ সরাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান ৩০ বছর বয়সী আরেক তরুণ। ঝড়ের তাণ্ডবে এরইমধ্যে আয়ারল্যান্ড ও ওয়েলস উপকূলের ১ লাখ ২৫ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এ অবস্থায় গণপরিবহন বন্ধ রাখার পাশাপাশি বাতিল করা হয়েছে ১৩০টি ফ্লাইট।

এদিকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ডে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ