সংবিধান লংঘন করলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার হুমকি


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৩৮ ইউরোপ

ই-বার্তা ।। স্পেনের কেন্দ্রীয় সরকার সংবিধান লংঘন করে স্বাধীনতা ঘোষণার হুমকি দেয়ায় কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ ব্যবহার করে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করা হবে।

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য আগামী শনিবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়কে দেয়া এক চিঠিতে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লস পুইদেমোন্ত বলেন, স্পেন আলোচনার দ্বার বন্ধ করে ১৫৫ অনুচ্ছেদ ব্যবহার করলে স্বাধীনতার ঘোষণা দেয়া হবে।

স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদকে ‘নিউক্লিয়ার অপশন’ বা পরমাণু বিকল্প বলা হয়।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ