আইফোন নিষিদ্ধ করতে মামলা


ই-বার্তা প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৭, বুধবার  | দুপুর ০১:০০ স্মার্টফোন

ই-বার্তা ।। চীনে আইফোন নিষিদ্ধ করার জন্য আদালতে মামলা করেছে চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম।

কোয়ালকম ইনকর্পোরেটেডের এক প্রতিবেদনে মামলাটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছে কোম্পানিটি। মামলায় অ্যাপলকে চীনে উৎপাদন কার্যক্রম এবং বিক্রি বন্ধ করার দাবি জানানো হয়েছে। বেইজিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টিবিষয়ক আদালতে অ্যাপলের বিরুদ্ধে এ মামলা করেছে কোয়ালকম।

১৩ অক্টোবর শুক্রবার কোয়ালকমের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট চুরির দায়ে মামলা করা হয়েছে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ চীনে কোয়ালকমের করা এই মামলার ব্যাপারে এর আগে প্রতিবেদন প্রকাশ করেছিল। অ্যাপলের শেয়ার দর এখন উচ্চে আছে। অথচ কোয়ালকমের শেয়ার দরের পতন হয়েছে। অ্যাপল সংবাদ সংস্থা রয়টার্সকে এক ইমেইল বার্তায় জানিয়েছে, পেটেন্ট চুরির ব্যাপারে জরিমানা দিতে অ্যাপল সবসময়ই রাজি আছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া -আইটি ডেস্ক

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ