৫ দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:২৭ ইন্টারনেট

ই-বার্তা ।। কক্সবাজারে সাবমেরিন ক্যাবলের দ্বিতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ চলছে। যার ফলে আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

আজ বৃহস্পতিবার বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসসিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে কক্সবাজার ক্যাবল ল্যান্ডিং স্টেশন হতে ১১৫ দশমিক ৪ কিলোমিটার দূরে স্থাপিত দ্বিতীয় রিপিটারটি প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। এ কাজের জন্য পাওয়া সিডিউল অনুযায়ী আগামী ২৩ অক্টোবর থেকে আনুমানিক ৩ বা ৪ দিন SEA-ME-WE-4 এর বাংলাদেশ অংশে বিএসসিসিএলএর সব সার্কিট বন্ধ থাকবে।

যে কারণে আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে।

তবে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, ওই সময়ে SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবল ও আইসিটি অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। ফলে দেশের ব্যান্ডউইডথ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।

IIG এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ