ফেসবুককে পেছনে ফেলে শীর্ষে চীনের যোগাযোগ মাধ্যম


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ১২:২০ ইন্টারনেট

ই- বার্তা ।। চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম টেনসেন্ট হোল্ডিংস প্রথম এশীয় প্রতিষ্ঠান হিসেবে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের বাজারমূল্য ছাড়িয়েছে এরই মধ্য দিয়ে বিশ্বের আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে বাজারমূল্যের দিক থেকে পেছনে ফেলল প্রতিষ্ঠানটি।

টেনসেন্ট নামের প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে চীনের জনপ্রিয় বার্তা আদান–প্রদানের অ্যাপ উইচ্যাট। প্রতি মাসে প্রায় ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে উইচ্যাটের। এ ছাড়া লিগ অব লিজেন্ডস ও অনার্স অব কিংসের মতো জনপ্রিয় গেম প্রতিষ্ঠানটির দখলে রয়েছে।

এর পাশাপাশি টেনসেন্টের আছে স্ন্যাপ ইনকরপোরেটেড এবং অ্যাপভিত্তিক পরিবহনসেবা প্রতিষ্ঠান লিফট। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতেও বিনিয়োগ রয়েছে টেনসেন্টের।

মার্কিন সাময়িকী ফোর্বস–এর তালিকা অনুযায়ী টেনসেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মা হুয়াতেং গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্জেই ব্রিনের চেয়েও বেশি সম্পদশালী। সাময়িকীটির মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, হুয়াতেংয়ের সম্পদের পরিমাণ ৪ হাজার ৮৩০ কোটি মার্কিন ডলার। যা তাঁকে বিশ্বের সম্পদশালীদের তালিকায় নবম অবস্থানে নিয়ে আসে। মূলত আগামী বছর থেকে মালয়েশিয়ায় উইচ্যাটের অর্থপরিশোধ সেবা চালু করার ঘোষণার পর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বাড়তে থাকে।

অ্যাপল, আমাজন, মাইক্রোসফটের মতো যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা প্রতিষ্ঠানের পাশেই অবস্থান করছে এশীয় প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে, টেনসেন্টের সফলতার মূলে রয়েছে উইচ্যাট। উইচ্যাটের অর্থপরিশোধ সেবা অ্যাপটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। মূলত উইচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই মালয়েশিয়ায় সেবাটি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সুত্রঃ বিবিসি।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ