৫০ অক্ষরের নাম দেওয়া যাবে টুইটারে


ই-বার্তা প্রকাশিত: ১১ই নভেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০২:৩০ ইন্টারনেট

ই-বার্তা ।। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অক্ষরসীমা দ্বিগুণ করে ২৮০ অক্ষর ঘোষণা দেওয়া হয়েছিলো টুইটের জন্য। কিন্তু এবার ৫০ অক্ষরের নাম দেওয়ার সুবিধা দিলো মাইক্রোব্লগিং সাইট টুইটার।

এতদিন মাত্র ২০ অক্ষরের নাম দেওয়ার সুযোগ ছিল টুইটারে। এ বিষয়টি নিয়ে টুইটারের সমালোচনা করে আসছিলেন অনেকেই। তারই ভিত্তিতে ব্যবহারকারী ও ব্যবহারকারীর অংশগ্রহণ বৃদ্ধির নতুন পথ খুঁজতে টুইটের ও ডিসপ্লে নামের অক্ষরসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

একটি টুইটের মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, টুইটারে ডিসপ্লে নাম ৫০ অক্ষরের কথা হলো। এখন থেকে বড় নাম কিংবা কতগুলো ইমোজি যুক্ত করা যাবে। টুইটার ডটকম বা টুইটার অ্যাপের এডিট প্রোফাইল থেকে নাম পরিবর্তন করা যাবে।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ