কাতোলোনিয়ার প্রতিষ্ঠানগুলোর উপর খারাপ আক্রমণ করা হচ্ছেঃ পুজমেন্ড
ই-বার্তা
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:৫১
ইউরোপ
ই-বার্তা ।। কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা ও প্রেসিডেন্ট কার্লোস পুজমেন্ড জানিয়েছেন, মাদ্রিদের সরাসরি শাসন পরিকল্পনা মেনে নেবেন না।
তিনি বলেন, জেনারেল ফ্রাঙ্কোর ১৯৩৯ থেকে ১৯৭৫ সালের এক নায়কতন্ত্রের শাসন আমল থেকে কাতোলোনিয়ার প্রতিষ্ঠানগুলোর ওপর খারাপ আক্রমণ করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী রোববার মারিয়ানো রাজয় কাতালোনিয়ার স্বাধীনতা ও স্পেন থেকে আলাদা হওয়ার বিষয়টি দাবিয়ে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন।
কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটকে স্পেনের সাংবিধানিক আদালত নিষিদ্ধ করেছে। এ বিষয়ে কার্লোস পুজমেন্ড বলেন, সব প্রচেষ্টা ও আশ্বাস বাণী প্রত্যাখ্যান করার পরও স্পেন সরকার কাতালোনিয়ার গণতান্ত্রিক মতামতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
পরবর্তী খবর কাতালানপন্থীদের মাদ্রিদ্রে বিক্ষোভ