সিগন্যাল অমান্য করে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ৫
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:৪৮
ইউরোপ
ই-বার্তা ।। দুটি প্রাইভেট গাড়ির সংঘর্ষে ইউক্রেনের খারকিভে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬ জন।
তাদের মধ্যে দুইজনের জখম গুরুতর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের জানায়, বুধবার সকালে একটি এস ইউ ভি মডেলের গাড়ি রাস্তার সিগন্যাল বাতি অমান্য করে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যায়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর এক গাড়িকে সজোরে ধাক্কা দেয় এবং পাশের ফুটপাথে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে।
পরে পুলিশের পাশাপাশি স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় এসইউভি এর চালক ২০ বছর বয়সী তরুণীকে গ্রেফতার দেখিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথাও জানায় তারা।