ব্লু হোয়েলের পর আরেক বিপজ্জনক গেম
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার
| দুপুর ০১:৫৩
অন্যান্য
ই-বার্তা ।। প্রাণঘাতী গেম ব্লু হোয়েলের পর ফেসবুকে ছড়িয়েছে পড়ছে নতুন আরেক বিপজ্জনক গেম। যার নাম দেয়া হয়েছে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জ।
এই গেম কিশোর-কিশোরীদের দুই দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে। মনে করা হচ্ছে, ১৪ বছর বয়সী অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে।
২ দিনের জন্য হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার জন্য বলা হয় গেমটিতে। অংশগ্রহণকারীরা যতদিন বাইরে থাকবে তত বেশি পয়েন্ট অর্জন করবে।
পয়েন্ট আরও বেড়ে যাবে যখন চিন্তায় পড়ে পরিবারের লোকজন সোশাল মিডিয়ায় যত বেশি তাদের খবর জানতে চাইবে। অর্থাৎ নিখোঁজ কিশোররা পুরস্কৃত হবে যখন তাদের চিন্তিত বাবা তাদের খোঁজে ফেসবুকে বন্ধুদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন।
এই ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জে অংশগ্রহণকারী একজন সন্তানের মা বেলফাস্ট লাইভকে বলেন, এটি একটি প্রতিযোগিতা এবং এটা অসুস্থ। অযৌক্তিকভাবে নিখোঁজ হওয়াটা পরিবারের জন্য উদ্বিগ্নের। আতঙ্কে থাকতে হয় যে তারা মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, পাচার করা হয়েছে বা হত্যা করা হয়েছে। কিন্তু এই বাচ্চারা মনে করে এটা মজার খেলা।
উল্লেখ্য, “গেম অফ ৭২” নামের এই গেমটি গত বছরে উত্তর ইউরোপে ফেসবুকে ভাইরাল হয়েছিল। এখন এই গেমের কারণে আতঙ্কে থাকতে হচ্ছে ব্রিটেনের অনেক অভিভাবকদের। কারণ গেমটিতে অংশগ্রহণকারী সাহসী কিশোররা একে-অপরকে ১২, ২৪ অথবা ৭২ ঘণ্টার জন্য পরিবার থেকে নিখোঁজ হওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়ে থাকে।
পরবর্তী খবর চালু হচ্ছে উবারের ভিসা ক্রেডিট কার্ড