চালু হচ্ছে উবারের ভিসা ক্রেডিট কার্ড


ই-বার্তা প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৩৫ অন্যান্য

ই-বার্তা ।। ইন্টারনেট ও অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবার। এবার উবার চালু করতে যাচ্ছে ভিসা ক্রেডিট কার্ড যা দিয়ে খুব সহজেই কেনাকাটা এবং ভ্রমণে বুকিংয়ের কাজ করা যাবে।

প্রতিষ্ঠানটি গতকাল ২৫ অক্টোবর বুধবার ব্রিটিশ ব্যাংক বারক্লেস এর সাথে সম্মিলিত হয়ে এই সুবিধা যুক্ত করেছে। আগামী ২ নভেম্বর থেকে এই কার্ড চালু করা হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

পয়েন্ট ব্যবহার করা হবে এই ক্রেডিট কার্ডে। ক্যাশব্যাক লয়ালিটি প্রোগ্রামের মতো একে ডিজাইন করা হয়েছে। উবার রাইডে পেমেন্ট করার পর কার্ডহোল্ডার ২ শতাংশ সাথে সাথেই ক্যাশব্যাক পাবেন। এবং কার্ডের শুরুর বোনাস ১০০ মার্কিন ডলার।

আর উবার এর ফুড ডেলিভারি সেবা উবারইটসে ক্যাশব্যাক পাওয়া যাবে ৪ শতাংশ। আবার এয়ারলাইন, হোটেল এবং অবকাশের ভাড়ার জন্য ৩ শতাংশ ক্যাশব্যাক পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে ব্যবহারে কোনো বৈদেশিক লেনদেনের ফি নেবে না উল্লেখযোগ্যভাবে, কোনো বার্ষিক ফিও দিতে হবে না এই কার্ডে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ