সঠিক নিয়মে শীতের পোশাকের যত্ন


ই-বার্তা প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:৪৩ লাইফ

ই-বার্তা।। শীত তো আসি আসি করছে। এখন শুধু শীত উপভোগ করার পালা। কিন্তু খেয়াল রাখতে হবে শীত উপভোগ করতে গিয়ে যেন ঠান্ডা লেগে না যায়। তাই শীতের সুরক্ষার জন্য সবাই কম বেশি শীতের গরম কাপড় নামিয়ে ফেলার কথা ভাবছেন। আবার কেউ কেউ নতুন কিছু পোশাকের জন্য বাজারে ঘোরাঘুরি করছেন। আমাদের সবারই কম বেশি উল, কাশ্মীরি, লেদার, আঙ্গুরা বা পশমি, ইত্যাদি বিভিন্ন ধরনের শীতের কাপড় রয়েছে। কিন্ত আমরা অনেকেই জানি না ঠিক কীভাবে এই সব কাপড়ের যত্ন নিতে হয়। এই কাপড়ে যেমন রয়েছে ভিন্নতা ঠিক তেমনি এর যত্নেও রয়েছে বিভিন্ন ধরন। সঠিক ভাবে যত্ন নিলে বেশ কিছু বছর ধরে আপনি আপনার শখের কাপড়টি ব্যবহার করতে পারবেন। চলুন জেনে আসি কীভাবে যত্ন নিতে হবে শীতের পোশাকগুলোর।

১। উল
সাধারণত ডিটারজেন্ট বা লিকুইড ডিটারজেন্ট ভালো করে পানির সাথে মিশিয়ে ২০/৩০ মিনিট ভিজিয়ে রেখে উলের কাপড় হালকা হাতে কেঁচে ধুয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে বেশি জোরে কাঁচা বা নিংড়ানো যাবে না। উলের কাপড় ওয়াশিং মেশিনেও ধোয়া যাবে, কিন্ত তার জন্য আপনাকে “উল মোড” রাখতে হবে। উলের কাপড়ে যদি কোনো দাগ পড়ে তাহলে ঐ দাগের উপর লেবু ঘষে নিতে হবে।

২। ফ্লানেল
ফ্লানেল কাপড় ডিটারজেন্ট বা লিকুইড ডিটারজেন্ট ভালো করে পানির সাথে মিশিয়ে ২০/৩০ ভিজিয়ে রেখে কেঁচে ধুয়ে ফেলা যায়। এ কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য “জেনারেল মোড” রাখতে হবে। কিন্তু ধোয়ার আগে কিছুক্ষণ ভিনেগার পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাতে ফ্লানেল কাপড়ের বাড়তি রং থাকলে চলে যাবে।

৩। পশমি
আঙ্গুরা বা পশমি কাপড় ধোয়ার জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই কাপড় ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না এবং শুধু মাত্র লিকুইট ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। তার জন্য আপনাকে মাত্র ৫/১০ মিনিট ভিজিয়ে নিয়ে কচলে ধুয়ে ফেলতে হবে এবং পানি চেপে চেপে ফেলতে হবে। পশমি কাপড় গুলোকে কখনো অন্য কাপড়ের সাথে ভিজানো বা ধোয়া যাবে না তাহলে পশম গুলো অন্যান্য কাপড়ে লেগে যাবে। আপনি চাইলে ড্রাই ওয়াশ করাতে পারেন। কাপড় ধোয়ার পর টিসু পেপার দিয়ে মুড়িয়ে ভাজ করে পলিথিনে করে বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে।

৪। লেদার
লেদারের জ্যাকেট বারবার ওয়াশ করা যায় না। তাই মাঝে মাঝে অল্প রৌদ্রে দিয়ে ব্রাশ করে ঝেড়ে ফেলতে হবে। বছরে ১ বার ড্রাই ওয়াশ করানোই ভালো। অবশ্যই লেদারের জ্যাকেট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে। অনেক দিন ব্যবহার না করার ফলে জ্যাকেটের জিপার জ্যাম হতে পারে। জিপারের চেইনে মোম বা নারিকেল তেল দিয়ে ঘষে নিলেই জিপার ইজি হয়ে যাবে। লেদারের ব্যাপারে একটু খেয়াল রাখুন। লেদার খুব পাতলা হয় এতে টিস্যু রাখতে ভুলবেন না। আলমারিতে রাখার সময় শীতের কাপড় ভাঁজ করবেন না। তা ঝুলিয়ে রাখুন এবং তুলনামূলক ঠান্ডা জায়গায় রাখুন।

৫। কাশ্মিরি
কাশ্মিরি শাল বা সোয়েটার লিকুইট ডিটারজেন্ট দিয়ে ঘরেই ধোয়া যায়। তবে হালকা ধোয়ার পর তোয়ালে দিয়ে চেপে চেপে পানি বের করতে হবে এবং ছায়া যুক্ত স্থানে হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকাতে হবে। ইস্ত্রি করার সময় একটি তোয়ালে বা সুতির কাপর বিছিয়ে নিয়ে তার উপর আয়রন করতে হবে। কাশ্মিরি শাল বা সোয়েটার শুকানোর পর হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাঁজ করে পলিথিন ব্যাগে করে ন্যাপথালিন দিয়ে রাখুন।

৬। শীতের কাপড় গুলোকে মাঝে মাঝে রৌদ্রে দিতে হবে কিন্ত খেয়াল রাখতে হবে যাতে বেশি রৌদ্র না পায় তাহলে আপনার শখের পোশাকটির রং জ্বলে নষ্ট হয়ে যেতে পারে। তাই সকালে ১০-১২ মিনিট রৌদ্রই যথেষ্ট। দুপুর বেলার কড়া রৌদ্রে কাপড় নষ্ট হবার সম্ভাবনা থাকে। অবশ্যই আলমারিতে রাখার আগে ন্যাপথালিন দিয়ে রাখুন। ভুলেও কখনো কাপড়ে পারফিউম দিয়ে রাখবেন না তাহলে কাপড়ে দাগ পড়ে থাকবে।

৭। আয়রন করার সময় উলের কাপড় কিংবা শীতের কাপড় উল্টো করে নিয়ে আয়রন করুন।

৮। শাল, মাফলার ও স্কার্ফ
- শালের আকৃতি ঠিক রাখতে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।
- শাল-মাফলার-স্কার্ফ আয়রন করার সময় উল্টে নিন ।

৯। টুপি ও মোজা
- টুপি পনেরো দিন পর পর ধুয়ে নিন।
- হাত-পায়ের মোজা এক দিন পর পর ধুতে হবে। ধোয়ার সময় ঠাণ্ডা পানিতে কম ক্ষারের ডিটারজেন্ট ব্যবহার করুন।

- আকৃতি ঠিক রাখাতে ধোয়ার সময় বেশি রগড়ানো উচিত নয়। আলতো করে কাচুন।

- দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে এগুলোতে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই পানিতে সামান্য সাদা ভিনেগার মিশিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিন। সেই গরম মিশ্রণে মোজা ভিজিয়ে রাখুন। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ