৯৮ বছরের মা পরিচর্যা করেন ৮০ বছরের পুত্রের
ই-বার্তা
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:৪৫
আন্তর্জাতিক
ই-বার্তা ।। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সন্তানরা সব সময়েই সেও ছোট্ট শিশু। তারই এক বাস্তব উদাহরণের ঐতিহাসিক সাক্ষী হলেন ৯৮ বছর বয়সী আদা নামের এই মা।
এই মায়ের বয়স এখন প্রায় ১০০ বছর। কিন্তু তারপরেও তিনি একদমই ক্লান্ত নন সন্তানের দায়িত্ব নিতে। তাই এই বয়সে এসেও নিজের ৮০ বছরের ছেলের খেয়াল রাখতে চলে এসেছেন। আদা নামের এই মায়ের পুত্রটির নাম টম। ৮০ বছর বয়সী টম একটি বৃদ্ধাশ্রমে বসবাস করেন, আর আদাও পুত্রের সাথে থাকা আর খেয়াল রাখার জন্য তিনিও চলে এলেন একই বৃদ্ধাশ্রমে এবং সেখানেই বসবাস করতে শুরু
করলেন আদা। এরকম একই বৃদ্ধাশ্রমে মা এবং পুত্রের উপস্থিতি পাওয়াটা সত্যিই বিরল।
যুক্তরাজ্যে অবস্থিত ঐ বৃদ্ধাশ্রমের মালিক ফিলিপ্স ড্যানিয়েল বলেন, আমি তাদের যত দেখি ততই মুগ্ধ হই। এই প্রবীণ মা ছেলের অসাধারণ মমতাময় আন্তরিকতা এবং খুনসুটি আমাকে প্রত্যেক মুহূর্তে অবাক করে দেয়।
বৃদ্ধাশ্রমে প্রতিদিন সকালে আদা তার ছেলেকে গুড মর্নিং জানায় এবং ঘুমানোর আগে গুড নাইট জানাতেও ভুলেন না তিনি। আর সারাদিন দুজন মিলে এক সঙ্গে টিভি দেখা আর গল্প করার বিষয়তো আছেই। আদার চার সন্তানের মধ্যে টমই সবার বড়। আদার পরিবারের অন্যান্য সদস্যরাও নিয়মিত তাদের বৃদ্ধাশ্রমে দেখতে আসেন।
সূত্রঃ দ্য মিরর।
আগের খবর পেটের মধ্যে ৬৩৬টি পেরেক
পরবর্তী খবর একদিনে সর্বোচ্চ শিরশ্ছেদের রেকর্ড