১৮৬০ সালের ছবির কন্যার হাতে মুঠোফোন


ই-বার্তা প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৪:১৪ আন্তর্জাতিক

ই বার্তা ।। তাহলে কি ১৮৬০ সালে ফোনের উপস্থিতি ছিল! আর যদি এমন কেউ বলে আপনি কি বিশ্বাস করবেন!

এদিকে পিটার রাসেল নামে একজন দাবি করেছেন, ১৮৬০ সালে আঁকা পেইন্টার ফার্দিনান্দ জর্জ ওয়াল্ডমুলারের ওই ছবিতে একজন যুবক ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং বিপরীত দিক থেকে আসা নারী সেসব খেয়াল না করেই নিজের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে আছেন।

পিটার রাসেল মিউনিখের পিনাকোথেক যাদুঘর পরিদর্শন করার সময় এই পেইন্টিং দেখে সাথে সাথেই টুইট করে আলোড়ন তুলে ফেলেন


রীতিমত। এরপরে অবশ্য গ্যালারির ওয়েবসাইটটি সকল বিভ্রান্তি দূর করে দিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পেইন্টিংয়ে আঁকা মেয়েটি আসলে একটি হাইম বুক (ভক্তিমূলক বই) ধরে এগিয়ে আসছিল।

প্রযুক্তি বিষয়ক সাইট মাদারবোর্ডকে রাসেল বলেন, “প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে পেইন্টিংয়ের ব্যাখ্যা কতটা বদলে যেতে পারে তাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে”। তিনি আরও বলেন, “১৮৫০ অথবা ১৮৬০ সালে যেকোনো দর্শকই এই পেইন্টিংয়ের নারীকে প্রার্থণার বই ধরে আছে ভাবত। কিন্তু আজ যেকোনো কেউই মনে করবে একজন তরুণী তার স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত”।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক এর আরও সংবাদ