কাতালান নেতাদের ক্ষতিপূরণ ও তলব করেছে আদালত
ই-বার্তা
প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৭, বুধবার
| দুপুর ০১:৫৯
ইউরোপ
ই-বার্তা ।। স্পেনের সর্বোচ্চ আদালত কাতালুনিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন ও তার দলের ১৩ শীর্ষ নেতাকে তলব করেছে। পাশাপাশি আদালত দেশদ্রোহের মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৭২ লাখ ডলার জমা দিতে তিন দিনের সময় বেধে দিয়েছে।
মঙ্গলবার কাতালুনিয়ায় স্পেন সরকারের দেয়া নতুন নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন পুজদেমন। তবে ওই নির্বাচনে স্বাধীনতাপন্থিরা জয়ী হলে স্পেন ফল মানবে কিনা সেই প্রশ্নও ছুড়েছেন তিনি।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন পুজদেমন। এর আগে বিভিন্ন খবরে জানানো হয় রাজনৈতিক আশ্রয় চাইতেই বেলজিয়ামে গেছেন তিনি। তবে এ ধরনের খবর ভিত্তিহীন বলে নাকচ করেছেন পুজদেমন।