যৌন হয়রানির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করলেন ফ্যালন
ই-বার্তা
প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:৪৪
ইউরোপ
ই-বার্তা ।। মাইকেল ফ্যালন যৌন হয়রানির অভিযোগ উঠার পর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
এক বিবৃতিতে বুধবার রাতে ফ্যালন বলেন, তার অতীত কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন তিনি। ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
ফ্যালনের এ পদত্যাগের প্রশংসা করে থেরেসা মে বলেছেন, তাঁর এ পদত্যাগ নারীদের প্রতি যেকোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে উদাহরণ হিসেবে কাজ করবে। ব্রিটিশ এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠার পর বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ওয়েস্টমিনিস্টার। ১৫ বছর আগে এক নারী সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন বলে মাইকেল ফ্যালনের বিরুদ্ধে অভিযোগ উঠে।
সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পর অভিযোগ স্বীকার করে পদত্যাগ করলেন মাইকেল ফ্যালন।
পরবর্তী খবর গ্যাভিন যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী