আজকের রেসিপি- নারিকেল রুই
ই-বার্তা
প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:২৫
লাইফ
যা যা লাগবে-
রুই মাছ ১টি টুকরা করা, লবঙ্গ ১০টি, তেজপাতা ১টি, নারকেলের দুধ ঘন ১ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা ৮টি, কাঁচা মরিচ ৬টি, ময়দা ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল চামচ, তেল পরিমাণ মতো।
প্রণালি-
মাছ কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর মাছ হালকা বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। কড়াইতে ৪ টেবিল চামচ তেল দিয়ে লবঙ্গ ও তেজপাতার ফোড়ন দিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে চিনি ও ময়দা দিয়ে আরও একটু ভাজতে হবে। নারকেলের দুধ ও কাঁচা মরিচ দিয়ে অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে মাছগুলো দিয়ে প্রয়োজন হলে আধা কাপ পানিও দেওয়া যেতে পারে। ঝোল ঘন হলে ঘি দিয়ে পরিবেশন করা যায়।
আগের খবর ত্বকের যত্নে পিছিয়ে পরবেন না যেন
পরবর্তী খবর অকালে চুল পাকা ঠেকাতে