বন্ধ হচ্ছে ভুয়া ফেসবুক আইডি


ই-র্বাতা প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ১২:৪৩ ইন্টারনেট

ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে ইউজারদের অ্যাকাউন্ট যাচাইয়ের ঘোষণা দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

এর আওতায় শনিবার থেকে বন্ধ করে দেয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্ট। আগামী ৬ মাস চলবে এ কার্যক্রম। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ, তাদের আসল অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাচ্ছে।


বন্ধ হওয়া অ্যাকাউন্ট ফের চালু করতে ভুক্তভোগিদের যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে বলছে ফেসবুক। জাতীয় পরিচয়পত্র, মেইল ঠিকানা ও অ্যাকাউন্ট নাম ফেইসবুকের কাছে পাঠাতে বলা হয়েছে পর্যালোচনার জন্য।

জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেইসবুকের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, ভুয়া একাউন্ট শনাক্তের ব্যাপারে কারিগরি সীমাবদ্ধতা রয়েছে ফেইসবুকের। যে কারণে প্রকৃত ব্যবহারকারদেরও বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ