তেলের প্রানকেন্দ্র দেইর আল-জর আইএস দখলমুক্ত
ই-বার্তা
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৪:১১
মধ্যপ্রাচ্য
ই-বার্তা ।। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে অবস্থিত দেইর আল-জর সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর। দেশটির তেল উৎপাদনের প্রাণকেন্দ্র এটি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক সূত্র বলেন, ‘যৌথ বাহিনীর সহযোগিতায় সেনারা সন্ত্রাসী সংগঠন দায়েশের (আইএস) হাত থেকে দেইর-আল জর সম্পূর্ণ মুক্ত করেছে।’
রাশিয়ার বোমারু বিমান ও শিয়া মিলিশিয়াদের সহযোগিতায় দেইর আল-জর দখলে নেওয়ার পর ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে আইএসের আরেক ঘাঁটি আলবু কামালের দিকে ধাবিত হচ্ছে সিরিয়ার সেনারা।
আগের খবর বিমান হামলায় লিবিয়ায় নিহত ১৫
পরবর্তী খবর সিরিয়ার সেনাবাহিনীর দখলে আইএসের শেষ ঘাঁটি