সিরিয়ার সেনাবাহিনীর দখলে আইএসের শেষ ঘাঁটি


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | বিকাল ০৩:৩৩ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। সিরিয়ার সেনাবাহিনী দেশটির জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্তিশালী ও সর্বশেষ ঘাঁটিও দখল করে নিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা।

শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেইর আর-জর শহরটি এখন সম্পূর্ণ জঙ্গিমুক্ত।

দেইর আল-জর ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর। দেশটির তেল উৎপাদনের এ প্রাণকেন্দ্রটি ২০১৪ সালে নিয়ন্ত্রণে নেয় আইএস। ইরাকের সীমান্ত লাগোয়া হওয়ায় শহরটি জঙ্গিদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ