গ্যাভিন যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী
ই-বার্তা
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৫:০২
ইউরোপ
ই-বার্তা ।। প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চিফ হুইপ গ্যাভিন উইলিয়ামসনকে দায়িত্ব দিয়েছেন। যৌন নীপিড়নের অভিযোগের জেরে মাইকেল ফ্যালন পদত্যাগের ১২ ঘন্টার মধ্যে তার স্থলে গ্যাভিনকে নিয়োগ দেয়া হয়।
নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিটিশ সেনাবাহিনী ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ হলেও সামরিক বিষয়ে তার কোন অভিজ্ঞতা নেই। তবে ৪১ বছর বয়সী এই নেতা, গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়কে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। ২০১০ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন গ্যাভিন।
২০১৬ সালে থেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করলে তিনি পার্লামেন্টের নিম্নকক্ষে কনজারভেটিভ পার্টির চিফ হুইপের দায়িত্ব পান। মে’র নির্বাচনী প্রচারণার কাজ করেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। ডেপুটি চিফ হুইপ জুলিয়ান স্মিথ এখন থেকে চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যাটন এলাকার এমপি এস্থার ম্যাকভি।