কাজ করছে না হোয়াটসঅ্যাপ


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ১২:৫৫ ইন্টারনেট

ই-বার্তা ।। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা জটিলতার কারণে মেসেজ আদান-প্রদানসহ কোনো ধরনের কাজ করতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ইউরোপের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

গত শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকে দেখা দেওয়া সমস্যাটির বিষয়ে অবগত হয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি মালয়েশিয়া থেকেও ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে না পারার অভিযোগ করছেন। একই অভিযোগ এসেছে চীন, সিঙ্গাপুর, সৌদি আরব, ভারত, মোজাম্বিক, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, শ্রীলঙ্কা থেকে।

ব্যবহারকারীরা বলছেন, তারা হোয়াটসঅ্যাপে কোনো কিছু ডিলিট বা তাদের প্রোফাইল ছবি আপডেট করতে পারছেন না। সমস্যা হচ্ছে প্রাইভেসি সেটিংসের আপডেটেও।

কেউ কেউ আবার বাজারে আসা আইফোন ১০-এ অ্যাপটি ডাউনলোডের পর তা ক্র্যাশ করার কথাও বলেছেন।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ