পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশ


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০১:৪৪ আন্তর্জাতিক

ই-বার্তা।। সুখ-দুঃখ নিয়ে মানুষ। কথাও কোন কারণে তারা সুখি হবে আবার কোন কারণে তাদের দুঃখ বাড়বে এটা স্বাভাবিক। কিন্তু একটি দেশের সামগ্রিক জনগণ দুঃখে থাকবে। তাদের দেশকে সবার সবচেয়ে দুঃখী দেশ হিসেবে চিহ্নিত করা হবে এটা ভাবতেই কেমন লাগে, তাই না? হ্যাঁ আসলেই এমনটা আছে। এমন ভাবেই চিহ্নিত করা হয়েছে পৃথিবীর বেশ কিছু দেশকে। জানতে চান সে দেশ গুলো সম্পর্কে। যদি তাই চান তাহলে জেনে নেয়া যাক সে দেশ গুলো সম্পর্কে।

আফ্রিকা
পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। মাত্র ২ দশমিক ৫৯ পয়েন্ট পাওয়ায় বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হয়েছে দেশটি।

বুরুন্ডি
পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় দ্বিতীয় সেরা দুঃখী দেশ হয়েছে বুরুন্ডি। তাদের পয়েন্ট ২ দশমিক ৯১।

তানজানিয়া
তৃতীয় সেরা দুঃখী দেশ তানজানিয়া। ৩ দশমিক ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় সেরা দুঃখী দেশ হয়েছে আফ্রিকার আরেক দেশ তানজানিয়া।

সিরিয়া
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া সবচেয়ে দুঃখী দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। চতুর্থ স্থান পাওয়া দেশটির পয়েন্ট ৩ দশমিক ৪৬।

টোগো এবং রুয়ান্ডা
আফ্রিকার দু’টি দেশের পর টোগো এবং রুয়ান্ডা যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে। দেশ দু’টি ৩ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে পঞ্চম দুঃখী দেশ নির্বাচিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক এর আরও সংবাদ