একদিনে সৌদির দুই যুবরাজের মৃত্যু


ই-বার্তা প্রকাশিত: ৭ই নভেম্বর ২০১৭, মঙ্গলবার  | সকাল ০৯:৪২ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের দুই যুবরাজের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাবেক যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের পুত্র মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের কয়েক ঘণ্টা পরেই শোনা যায় মারা গেছেন সাবেক বাদশাহ ফাহাদের পুত্র আবদুল আজিজ।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান। তবে ওই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে সৌফান কিছুই লেখেননি।

পরে জানা যায়, আবদুল আজিজ বিন ফাহাদ গ্রেপ্তার এড়াতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন। আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন।

শনিবার সন্ধ্যায় ১৭ জন যুবরাজকে গ্রেপ্তারের একদিন পরই দুইজন যুবরাজের মৃত্যুর খবর জানা গেল। দুর্নীতির অভিযোগ যুবরাজসহ সৌদি প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আজিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইন্টারনেটে বিভিন্ন মন্তব্য আসে। অনেকে দাবি করেছেন, সৌদি রাজ পরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই দ্বন্দ্বের কারণে এসব গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ