ইয়েমেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি
ই-বার্তা
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০১৭, মঙ্গলবার
| সকাল ০৯:৪৭
মধ্যপ্রাচ্য
ই-বার্তা।। ইয়েমেনের সঙ্গে ভূমি ছাড়াও আকাশ এবং সমুদ্র সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব। খবর বিবিসির।
শনিবার রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি দুরপাল্লার ক্ষেপনাস্ত্র ছোঁড়ে, যা রিয়াদের বিমান বন্দরের কাছে ধ্বংস করা হয়। তারপরই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সীমান্ত বন্ধের এই সিদ্ধান্ত নিল।
সৌদি আরব বহু আগে থেকেই ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে রেখেছিল। কিন্তু এখন দেশটির সঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রপথে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারি বাহিনীকে সহযোগিতা করছে সৌদি আরবের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক সামরিক জোট। কিন্তু এই যুদ্ধ সম্প্রতি আরো উত্তেজনা তৈরি করেছে, যখন হুতি বিদ্রোহীরা গত শনিবার সৌদি রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
সৌদি আরব বলছে, হুতি বিদ্রোহীদের কাছে এই ক্ষেপণাস্ত্রটি সরবরাহ করেছে ইরান।
তারা বলছে, এটা সৌদি আরবের বিরুদ্ধে ইরানের যুদ্ধ ঘোষণার সামিল। তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সৌদি আরবের অভিযোগ অযৌক্তিক এবং উসকানিমূলক। তিনি বলেন, এ ধরনের বানোয়াট অভিযোগের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে।
আগের খবর একদিনে সৌদির দুই যুবরাজের মৃত্যু
পরবর্তী খবর সৌদিজোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩০