গ্যালাক্সি এস-নাইনের সাথেই থাকবে এস-নাইন মিনি


ই-বার্তা প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:৩৭ স্মার্টফোন

ই-বার্তা ।। বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবার বাজারে আনতে যাচ্ছে সুপার মিনি স্মার্ট ফোন। আগামী বছরের মার্চ নাগাদ ক্রেতাদের হাতে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এস নাইন ও গ্যালাক্সি এস নাইন প্লাস মিনি ফোন দুটি।

গত কয়েক বছর ধরেই স্যামসাং বাঁকানো ডিসপ্লের এমন ফোন বাজারে আনার জন্য কাজ করছে। পাঁচ ইঞ্চি স্ক্রিনের এই ফোনে থাকছে এজ-টু-এজ স্ক্রিন। গ্যালাক্সি এস নাইন বা নাইন প্লাসের বিশেষত্ব এই ফোনে না-ও থাকতে পারে।

গ্যালাক্সি এস সেভেন ও গ্যালাক্সি এস এইট বাজারে আসার সময়েও এদের মিনি ভার্সন আসছে বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এই ফোনগুলো বাজারে আসেনি। তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এবার গ্যালাক্সি এস নাইন ও গ্যালাক্সি এস নাইন প্লাস মিনি ফোন বাজারে আসবে।

গ্যালাক্সি এস নাইন মিনি গ্যালাক্সি এস নাইনের মতোই যন্ত্রাংশে তৈরি। অ্যান্ড্রয়েড ৮ চালিত এ মিনি ফোনের ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে। ধারণা করা হচ্ছে, ডুয়েল ক্যামেরার গ্যালাক্সি এস নাইন জনপ্রিয় হবে এর আকারের জন্য।

আগামী বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ ফোন গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে। বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আয়োজন করে থাকে। কত টাকা খরচে এ ফোন ক্রেতাদের হাতে আসবে, তা জানা যায়নি।

সূত্র: দ্য ইনকিউরার ও জিএসএমএরিনা।

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ