রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে বাংলাদেশের বৈঠক
ই-বার্তা
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৭, বুধবার
| বিকাল ০৩:৪৮
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। দুই দেশের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের নেপিদোতে বৈঠকে বসেছে। বৈঠক চলবে দুই দিন।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক। বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের কাছে শিগগিরি একটি দ্বিপাক্ষিক চুক্তির আশা প্রকাশ করেন। দুপুরে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন তিনি।
মঙ্গলবার মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করেন মাহামুদ আলী। চলতি সপ্তাহেই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন সু চি।
আগের খবর পানির খনির সন্ধান পাওয়া গেছে সাভারে
পরবর্তী খবর ফের বাড়লো বিদ্যুতের দাম