মজাদার কার্যকর টিপস
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:৫৫
লাইফ
ই-বার্তা।। দৈনন্দিন কাজ সুবিধাদায়ক ও সহজ করতে জেনে নিন এই মজার টিপসগুলো।
১। বিস্কিট কোনো কৌটা বা বয়ামে রাখার সময় বয়ামে আগে এক চা চামচ চিনি রাখুন। এতে বিস্কিট দীর্ঘদিন মুচমুচে থাকবে।
২। কাপড়ে চুইং গাম লাগলে কাপড়টি এক ঘন্টা ডীপ ফ্রিজে রাখুন। চুইং গাম উঠে আসবে সহজে।
৩। রসুনের খোসা ছাড়ানোর আগে ফুটন্ত পানিতে কয়েক মিনিট রসুন ভিজিয়ে রাখুন। খোসা ছাড়ানো খুব সহজ হবে।
৪। কেক, বরফি বা পুডিং সমান করে কাটতে চাইলে কাটার আগে ছুড়ি গরম পানিতে ধুয়ে নিন।
৫। রাতে বেশি খেয়ে ফেলার পর বারবার মুখ দিয়ে খাবার উঠে আসছে এমন হলে বাম কাত হয়ে শুয়ে পড়ুন। অস্বস্তি কমে যাবে।
৬। মাছ নরম হয়ে গেলে ভাজার সময় চালের গুঁড়া বা ময়দা মাখিয়ে ভাজুন। এতে করে মাছ ভেঙেও যাবেনা আর মুচমুচে হবে।
৭। লেবুর রস কম থাকলে কাটার আগে লেবু গরম পানিতে এক ঘন্টা ডুবিয়ে রাখুন।
৮। বেগুন ভাজার অনেক আগে লবন, হলুদ মাখিয়ে রাখুন। এতে করে ভাজতে তেল কম লাগবে।
৯। নখে নেইলপলিশ লাগানোর সাথে সাথে ফ্রিজের ঠান্ডা পানিতে নখ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। নেইলপলিশ নখে দীর্ঘস্থায়ী হবে।
১০। চাল ধোয়ার পানিতে বাসন-কোসন ভিজিয়ে রাখার পর ধুলে বাসন চকচকে হবে।
১১। পিঁপড়ার জ্বালাতন থেকে বাঁচতে পিঁপড়ার চলাচলের জায়গায় শশার খোসা ছড়িয়ে রাখুন।
১২। ইঁদুরের জ্বালাতন থেকে বাঁচতে ইঁদুরের চলাচলের জায়গায় মরিচের গুঁড়া ছিটিয়ে রাখুন।
১৩। পাঁকা টমেটো নরম হয়ে গেলে লবন পানিতে ডুবিয়ে রাখুন। টমেটো শক্ত হয়ে যাবে।
আগের খবর দাও গায়ে হলুদ, পায়ে আলতা
পরবর্তী খবর আজকের রেসিপি- চিতল মাছের কোপ্তা